হাঙেরিকে এক গোল দিয়ে বিরতিতে জার্মানি
ঘরের মাঠে চেনা দর্শকের সামনে ফেভারিট জার্মানি। হাঙেরির চেয়ে বর্তমানে ফুটবলীয় দক্ষতায় বেশ এগিয়ে থাকা জার্মানরা ইউরো শুরু করেছিল বিশাল জয়ে। দ্বিতীয় ম্যাচে এসেও ধরে রেখেছে ছন্দ। ‘এ’-গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (১৯ জুন) হাঙেরির মুখোমুখি হয়েছে জার্মানি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।
স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় শুরু থেকেই আক্রমণে জার্মানি। হাঙেরিকে সুযোগ দেয়নি প্রতি আক্রমণের। বল দখল কিংবা পাস অ্যাকুরেসি, সবকিছুতেই এগিয়ে থাকা জার্মানরা ম্যাচে গোলের দেখা পায় ২২ মিনিটে। অধিনায়ক ইকাই গুন্দোগান বল নিয়ে হাঙেরির রক্ষণকে কাটিয়ে শট নেন গোলে। গোলরক্ষক তা ফিরিয়ে দিলে গুন্দোগান বল বাড়ান জামাল মুসিয়ালার দিকে। জটলার মধ্যে থেকেও জাল চিনতে ভুল করেননি জামাল।
এগিয়ে যাওয়া জার্মানি এরপর কয়েকটি সুযোগ পেয়েছিল। ততক্ষণে অবশ্য নিজেদের গুছিয়ে নেয় হাঙেরিও। জার্মানির রক্ষণ ভেদ করে কয়েকবার। দূরপাল্লার একটি শট দা্রুণভাবে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রথমার্ধে কোনো দল আর গোল না পেলেও দর্শকরা দেখে পাওয়ার ফুটবলের প্রদর্শনী।
প্রথমার্ধে মোট আটটি শট নেয় জার্মানি। বিপরীতে হাঙেরি নেয় সাতটি। যদিও, অন টার্গেট শট দুদলেরই সমান তিনটি করে। বল দখলে বেশি এগিয়ে ছিলেন জুলিয়ান নাগেলম্যানের শিষ্যরা। জার্মানদের ৭২ শতাংশ বল দখলের বিপরীতে প্রতিপক্ষ নিজের নিয়ন্ত্রণে বল রেখেছে ২৮ ভাগ।