আলভারেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
একদিকে ইউরো কাপ অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রীড়াজগতের এই দুটো বড় ইভেন্টের মাঝেই এবার শুরু হলো লাতিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আার্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে পর্দা উঠল জমজমাট এই টুর্নামেন্টের। যে ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ শুক্রবার (২১ জুন) জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে একের পর এক সুযোগ হাতছাড়া করে লিওনেল স্কালোনি শিষ্যরা। ম্যাচের শুরু থেকে আক্রমণে আধিপত্য ধরে রাথে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত আলবিসেলেস্তারা। তবে, ডি-বক্সের বাইরে থেকে পারেদেসের দূরপাল্লার শট ঠিক এক হাত ওপর দিয়ে চলে যায়।
এরপর অষ্টম মিনিটে আবারও আক্রমণে আর্জেন্টিনা। এবার গোলরক্ষককে একা পেয়েও জালের দেখা পাননি ডি মারিয়া। তার এমন সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ হতে হয় আর্জেন্টাইন সমর্থকদের। পরের মিনিটেই আরও একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। তবে, এবারও বার ঘেষে চলে যায় বল। যদিও অফসাইডে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।
ম্যাচের ১৮তম আরও একবার গোলের সুযোগ পান মেসি। তবে, এবারও মেসির শট ঠেকিয়ে দেয় কানাডার রক্ষণভাগ। ফের একবার হতাশ হতে হয় সমর্থকদের। ২৩তম মিনিটে প্রথমবারের মতো গোলের সুযোগ তৈরি হয় কানাডার। যদিও ফ্রি-কিক থেকে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
২৭তম মিনিটে সম্ভবত সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। এই দফায় ফাঁকা বারে আকুনা দুর্দান্ত ক্রস করলেও তা দখলে নেওয়ার মত কেউ ছিল না ডি-বক্সে। ২৯ ও ৩১ মিনিটে দারুন দুটি সুযোগ পেয়েছিল কানাডা। তবে ডেভিডের শট ঠেকিয়ে কোনোমতে দলকে রক্ষা করেন আর্জেন্টাইন রক্ষণভাগ।
৩৭তম মিনিটে ডি পল একক প্রচেষ্টায় এগিয়ে গেলেও কানাডা গোলরক্ষক দারুন দক্ষতায় তাকে আটকে দেন। ৩৮তম মিনিটে ম্যাক অ্যলিস্টারও আরেকটি সুবর্ন সুযোগ হাতছাড়া করেন। এযাত্রায় গোলরক্ষককে এক পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি।
৪২তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল কানাডা। তবে গোলরক্ষক মার্টিনেজ দুর্দান্ত সেভে দলকে বাঁচিয়ে দেন। এরপর বাকি সময়ে তেমন কোনো আক্রমণ না হওয়ায় গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুদল।
প্রথমাধের্রর মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ তম মিনিটে ম্যাক অ্যালিস্টার এগিয়ে গেলেও গোলরক্ষকের বাধায় পড়ে যান। তবে, ফিরতি বলেই গোল করেন হুলিয়ান আলভারেজ। যা চলতি কোপাতে তার প্রথম গোল।