জিতেও খুশি নয় আর্জেন্টিনা
প্রত্যাশিত জয়েই কোপা আমেরিকা শুরু করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে আজ শুক্রবার (২১ জুন) থেকে শুরু হয়েছে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
কোপার বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসিরা। শুরুটাও করেছে সেরার মতোই। মেসি বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছেন। নাহলে আকাশী-নীলরা গোল পেত আরও। নিজে গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেনে মেসি। তবে, জয়ের পরও খুশি নন আর্জেন্টিনা কোচ ও গোলরক্ষক। দিল নিয়ে নয়, তাদের অভিযোগ মাঠ নিয়ে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু নিজেদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম নিয়ে আপত্তি করেছেন লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তে কোচ বলেন, ‘এমন বড় টুর্নামেন্টের (কোপা আমেরিকা) জন্য এই মাঠ উপযোগী নয়। সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা জিততে পেরেছি। এ কারণে স্রষ্টাকে ধন্যবাদ। নইলে হয়তো মাঠের অজুহাতটা খুবই বাজে শোনাত। স্টেডিয়ামটি খুবই সুন্দর, ওদের টার্ফ (কৃত্রিম মাঠ) চমৎকার। কিন্তু, খেলার মতো যথেষ্ট ভালো না।’
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘কানাডার সঙ্গে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। যদিও, মাঠের অবস্থা আমাদের বেশ ভুগিয়েছে। এ ধরনের টুর্নামেন্টে মাঠ যদি ঠিকঠাক না থাকে, তাহলে মুশকিল। কোপাও পিছিয়ে থাকবে ইউরো থেকে।’