এভাবে খেললে বাংলাদেশ বেশি দূর যাবে না : তামিম
আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার কাছ হেরেছে দলটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রান পেয়েছেন বটে, ৩৬ বলে ৪১ রানের ইনিংসটিকে টি-টোয়েন্টির মাপকাঠিতে আদর্শ বলা যাবে না। ২৫ বলে ১৬ রান করেছেন লিটন কুমার দাস, যা কোনোভাবেই মানানসই নয়। মন্দের ভালো হিসেবে দারুণ করেছেন তাওহিদ হৃদয়। ২৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৪০ রান করেছেন হৃদয়।
অসি বোলারদের সামনে যখন খাবি খাচ্ছিল পুরো বাংলাদেশ, হৃদয় খেলেছেন নির্ভয়ে। তার ইনিংসটিই একমাত্র বলার মতো ছিল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল তাই প্রশংসায় ভাসালেন হৃদয়কে।
ইসএসপিএনক্রিকইনফোর ম্যাচ পরবর্তী শো টাইম আউটে তামিম বলেন, ‘আমার মনে হয় যদি একজন কেউ আলাদা থাকে, সে হচ্ছে হৃদয়। ক্রিজে এসে যেভাবে অল্প সময়ে মানিয়ে নিয়েছে, অসি বোলারদের খেলেছে, সত্যিই অসাধারণ।’
দেশসেরা ওপেনার তামিম বাকি ব্যাটারদের হৃদয়ের কাছ থেকে শিখতে বলেছেন। পাশাপাশি তিনি জানান, এভাবে খেললে বেশি দূর যাওয়া যাবে না।
একই শোতে তামিম বলেন, ‘হৃদয়ের যে মানসিকতা দেখেছি, এভাবেই খেলা উচিত। দলের অন্যদেরও এমন মানসিকতা রাখতে হবে। বিশেষত আপনি যখন অস্ট্রেলিয়া-ভারতের মতো প্রতিপক্ষের সঙ্গে খেলবেন, তখন সেফ গেম (রয়েসয়ে) খেললে আপনি বেশি দূর এগোতে পারবেন না। জিততে হলে আপনাকে দারুণ কিছু করতে হবে।’