বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, দুশ্চিন্তায় ভারতীয় কোচ
সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় ভারত ম্যাচটি বাংলাদেশের জন্য এখন বাঁচা-মরার। সেমির দৌড়ে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই শান্তদের সামনে। চাপের মুখে থেকেই ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে লাল-সবুজের দল। সেই ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে চিন্তিত ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
গতকাল শুক্রবার (২১ জুন) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বিক্রম রাঠোর বলেন, ‘দল হিসেবে তারা (বাংলাদেশ) ভালো। তাদের অনেক বোলার আছে, যারা স্পিন বোলিং করতে পারে এবং বিশেষ কন্ডিশনে তারা খুব ভালোও করে। এমন কন্ডিশন দল হিসেবে তাদের জন্য উপযোগী। আমার মনে হচ্ছে, উইকেট স্পিনারদের কিছুটা সহায়তা করবে এবং তাদের দলে ভালো স্পিন বোলার আছে। পাশাপাশি আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলই বেশ শক্তিশালী।’
উইকেট প্রসঙ্গে রাঠোর আরও যোগ করেন, ‘আমরা নিউ ইয়র্কে সবচেয়ে বাজে কন্ডিশনে খেলেছি। সেই তুলনায় আজকের উইকেট বেশ ভালো মনে হচ্ছে। মানে ব্যাটারদের জন্য এটা নিউইয়র্কের মতো চ্যালেঞ্জিং হবে না। আমি মনে করি, আমাদের ব্যাটিং ইউনিট যেকোনো পরিবেশকে মোকাবিলা করতে সক্ষম ‘
কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে ভারত স্পিন নির্ভর একাদশ গঠন করবে বিক্রমের কথায় স্পষ্ট, 'এই কন্ডিশন আমাদের সাথেও মানানসই, কারণ আমরা একাদশে ২-৩ জন স্পিনার রাখতে পারি। তাই আমি নিজেদের দলকেই সেরা ভাবি। এটাই আমাদের শক্তি।'