বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে যা হবে
এবারের বিশ্বকাপে বৃষ্টি আলোচনার কেন্দ্র বিন্দুতে। গ্রুপপর্বের পর সুপার এইটের ম্যাচগুলোতেও বৃষ্টির বাধা। সবমিলিয়ে মাঠে নামার আগেই সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে দলগুলোকে। এবার বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। খেলা যদি পরিত্যক্ত হয়, তবে কে জিতবে? চলুন জেনে নেওয়া যাক।
আজ শনিবার (২২ জুন) অ্যান্টিগায় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই ম্যাচ। একুয়েদারের রিপোর্ট অনুযায়ী, সকাল ১০-১১ টার মধ্যে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্য এই সময়ের পরই আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্ভাবাস রয়েছে।
প্রশ্ন হলো বৃষ্টিতে যদি ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? যেহেতু সুপার এইট পর্বে কোনও ম্যাচের জন্যই রিজার্ভ ডে নেই। সেই হিসেবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী ভারত ও বাংলাদেশ— দুই দেশের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে।
আর তখনই জমে যেতে পারে সেমির দৌড়। কারণ বাংলাদেশের হবে ১ পয়েন্ট। আর প্রথম ম্যাচ জেতায় ভারতের হবে ৩ পয়েন্ট। শেষ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ। আর অন্যদিকে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, সেক্ষেত্রে বদলে যেতে পারে পুরো গ্রুপের চিত্র। এমনকি বিদায়ও নিতে হতে পারে ভারতকে। যা ভাবাচ্ছে ভারতীয় সমর্থকদের।
এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে কেবল একটিতে জয় পেয়েছে তারা। ২০১৯ সালে দিল্লিতে ভারতকে হারায় বাংলাদেশ। এবার পরিসংখ্যান বদলাতে মরিয়া নাজমুল শান্তর দল।