বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার থাকছেন যারা
গত এক দশকে বাংলাদেশ-ভারত ম্যাচ যতটা বিতর্কের জন্ম দিয়েছে, তার বেশিরভাগই ছিল আম্পায়ারিং নিয়ে। আরও একটি বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এবারও যে আম্পায়ারিং নিয়ে আলোচনা হবে না, তা বলা কঠিন। এর আগে দেখে নেওয়া যাক এই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন যারা।
আজ সুপার এইটের এই ম্যাচে দুই ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও ইংল্যান্ডের মাইকেল গগ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের ল্যাংটন রোসের। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ক্যাটেলবুর্গ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।
আজকের ম্যাচে বাকিদের তুলনায় সবচেয়ে বেশি চাপে থাকবেন আম্পায়াররা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও ইংল্যান্ডের মাইকেল গগ। কারণ অনফিল্ড সিদ্ধান্ত যে তারাই নেবেন। পান থেকে চুন খসলেই যে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তো উঠবেই।
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম সাক্ষাতেই বাংলাদেশ ভারতকে হারিয়ে দেওয়ার পর দুই দল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও আটবার মুখোমুখি হয়েছে। প্রতিবারই জয়ী দলটার নাম ভারত। তবে বেশ কয়েকটি সিদ্ধান্ত ভারতের পক্ষে না গেলে বাংলাদেশ আরও ২-১টি ম্যাচ যে জিততে পারত, তা তো বলাই যায়।
বিতর্কহীন ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ কবে হয়েছে? ক্রিকেটের মাঠে এমন ম্যাচ সত্যিই মনে পড়ে না। বরং প্রতিবারই কোনও না কোনও বিতর্ক তৈরি হয়ই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরা যাক। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত জিতেছিল। হারের পর অভিযোগ ওঠে বিরাট কোহলিকে নিয়ে। ফেক ফিল্ডিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও বিষয়টি দেখেননি বলে দাবি করেন আম্পায়াররা।