ভারত ম্যাচে শান্তর অধিনায়কত্বে হতভম্ব মাইকেল ভন
ভারতের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস ভাগ্য পক্ষে পেয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি দুই স্পিনারকে দিয়ে বোলিংয়ের শুরু করে সবাইকে চমকে দেন শান্ত। যা দেখে বিস্মিত সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হয়েছে জাকের আলি অনিককে। টস জিতে ফিল্ডিং নিয়ে শান্ত বলেন উইকেট দেখে তাদের ভালোই মনে হচ্ছে, ভারতকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে রাখতে চান তারা। কিন্তু বাংলাদেশ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, তা প্রমাণ করেছেন ভারতীয় ব্যাটাররা। স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেছে দলটি।
এমনকি বাংলাদেশ আগের সবগুলো ম্যাচ খেলেছিল তিন পেসার নিয়ে। এবার পেসার একজন কমিয়ে বাড়ানো হয়েছে ব্যাটার। তাসকিনকে কেন খেলানো হয়নি তা স্পষ্ট করেননি শান্ত। তবে, সব ছাপিয়ে মুস্তাফিজের মতো বোলার রেখে মেহেদী ও সাকিবকে দিয়ে আক্রমণের শুরু করানোয় হতবাক মাইকেল ভন। এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘দিনের বেলায় খেলা, তবুও টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে। স্পিন ভালো খেলে, এমন প্লেয়ারদের বিপক্ষে দুই স্পিনারকে দিয়ে শুরু করানো, সত্যিই অবিশ্বাস্য! যেখানে তারা বাঁহাতি বোলারের বিপক্ষে ভুগছে, সেখানে কেন মুস্তাফিজকে দিয়ে শুরু করানো হলো না। সত্যিই…অস্বাভাবিক।