ফিক্সিংয়ের অভিযোগ, মামলা করবেন বাবর
মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো কাটছে না পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে দলটি। তা নিয়ে চলছে বিস্তর সমালোচনা। এর মধ্যে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন দেশটির সাংবাদিক মুবাশির লুকমান।
পাকিস্তানের সিনিয়র সাংবাদিক লুকমান একটি ভিডিওতে অভিযোগ তোলেন, বাবর আজমের কাছে থাকা দামি অডি গাড়ি (তিনি বলছেন এর দাম ৭/৮ কোটি রুপি) ও ফ্ল্যাটের অর্থ এসেছে ফিক্সিংয়ের মাধ্যমে। এছাড়া, পাকিস্তান দলের আরও ক্রিকেটার ও কোচিং স্টাফদের দিকে ইঙ্গিত করেন লুকমান।
লুকমানের এই কথায় মানহানি হয়েছে বাবরের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে এনডিটিভির করা প্রতিবেদনে বলা হয়, লুকমানের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বাবর। এক বিলিয়ন রুপির আর্থিক ক্ষতিপূরণ দাবি করবেন বাবর। পাকিস্তানের সহকারি কোচ আজহার মাহমুদ ইতোমধ্যে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। নিজের এক্স অ্যাকাউন্টে সেই ছবিও প্রকাশ করেছেন আজহার।
বাবর ও দলের পক্ষ নিয়ে আজহার বলেন, ‘পাকিস্তানে অপপ্রচারের একটা সংস্কৃতি গড়ে উঠেছে। এটি তারই অংশ। কোনো প্রমাণ ছাড়া এ ধরনের কথা বলা অপরাধের মধ্যে পড়ে। আমরা আইনি পথে হাঁটব। ইতোমধ্যে উকিলের সঙ্গে কথা হয়েছে। লিগ্যাল নোটিশ তৈরি করেছি আমরা।’