মার্কিনিদের উড়িয়ে সেমিতে ইংল্যান্ড
যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড! প্রথমে বল হাতে ক্রিস জর্দানের পাঁচ বলের তাণ্ডব, এরপর ব্যাট হাতে বাটলারের ঝড়। দুইয়ের মিশেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিস্ময় যুক্তরাষ্ট্রকে আজ রোববার (২৩ জুন) ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। মার্কিনিদের বিদায় করে প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র ১৮.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে তোলে ১১৫ রান। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৯.৪ ওভারে ১১৭ রান করে ইংল্যান্ড।
লক্ষ্যটা ছিল তুলনামূলক ছোট। ইংল্যান্ড সেটি তাড়া করতে গিয়ে ক্রিজে রীতিমতো ঝড় তোলেন ইংলিশ দলপতি জস বাটলার। ৩৮ বলে ছয়টি চার ও সাত ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন বাটলার। স্ট্রাইক রেট ২১৮.৪২। অধিনায়ককে সঙ্গ দেওয়া ফিল সল্ট ২১ বলে দুই চারে ২৫ রানে অপরাজিত থাকেন।
সুপার এইটে গ্রুপ দুইয়ে তিন ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের পয়েন্ট চার, ক্যারিবিয়ানদের দুই। দক্ষিণ আফ্রিকা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে তারা। ওয়েস্ট ইন্ডিজ জিতলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান চারে। সেক্ষেত্রে, রানরেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমিতে।
এর আগে যুক্তরাষ্ট্রের ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে উইকেট নেন ক্রিস জর্দান। ম্যাচেই এটি ছিল ইংল্যান্ড পেসারের প্রথম উইকেট। তবে, শেষ নয়। এক ওভারেই থামিয়ে দিলেন যুক্তরাষ্ট্রকে। পাঁচ বলে নিয়েছেন চার উইকেট। দ্বিতীয় বলে ডট দিয়ে পরের তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করলেন জর্দান। এবারের টি-বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক এবং প্রথমবার ওভারে চার উইকেট দেখল ক্রিকেটপ্রেমীরা।
ব্যাটিংয়ে প্রথম ওভারেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। রিচি টপলির বলে আট রান করে বিদায় নেন আন্দ্রিয়াস গাউচ। অপর ওপেনার স্টিভেন টেলরও টিকতে পারেননি। ১৩ বলে ১২ রান করে স্যাম কারানের শিকার হন তিনি। ওয়ানডাউনে নামা নিতিশ কুমার দলকে কিছুটা এগিয়ে নেন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৩০ রান। তাকে বোল্ড করে সেখানেই থামান আদিল রশিদ।
ম্যাচে অধিনায়কত্ব করা আইরিশ ব্যাটার অ্যারন জোন্স এদিন দাঁড়াতেই পারেননি। মার্কিন এই তারকা বেশ সংগ্রাম করেছেন রান তুলতে। ১৬ বলে ১০ রান করে তিনিও বোল্ড হন রশিদের বলে। কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং মিলে যুক্তরাষ্ট্রকে টেনে নেন। তবে, ১৭ বলে ২১ রান করে স্যাম কারানের বলে আউট হন হারমিত। হারমিতের বিদায়ের পর সাজঘরে পথ ধরেন অ্যান্ডারসনও।
২৮ বলে ২৯ রান করে অ্যান্ডারজন পরিণত হন ক্রিস জর্দানের শিকারে। পরের বল আলী খান ডট দিলেও ওভারের তৃতীয় বলে উইকেট দিয়ে আসেন। ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে কেনজিগে ও সৌরভ নেত্রবালকারকে ফিরিয়ে হ্যাটট্রিকসহ মাত্র পাঁচ বলে চার শিকার করেন জর্দান। শেষ পর্যন্ত সাদামাটা পুঁজিতেই থামতে হয় যুক্তরাষ্ট্রকে।
ইংল্যান্ডের পক্ষে ২.৫ ওভারে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নেন জর্দান। রশিদ ও কারান পান দুটি করে উইকেট।