অস্ট্রেলিয়া ম্যাচের আগে যা বললেন পান্ডিয়া
হার্দিক পান্ডিয়ার শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। আইপিএলে রোহিত শর্মার পরিবর্তে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে চলেছে সমালোচনা। মাঠের খেলায়ও ভালো করতে পারেননি পান্ডিয়া। বিশ্বকাপ দলে তাকে না রাখার জোর গুঞ্জনও উঠেছিল।
সমালোচকদের পাশ কাটিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ঠিকই জায়গা করে নিয়েছেন পান্ডিয়া। পাশাপাশি ফিরেছেন ছন্দেও। ভারতীয় এই তারকা বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছেন ম্যাচসেরা।
অস্ট্রেলিয়ার সঙ্গে সুপার এইটের শেষ ম্যাচে আজ সোমবার (২৪ এপ্রিল) মুখোমুখি হবে ভারত। জিতলেই সেমি ফাইনাল নিশ্চিত। হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে। এর আগে আলোচনায় এলেন পান্ডিয়া। নিজের সাম্প্রতিক ফর্ম ও খারাপ সময়ে হওয়া সমালোচনার জবাব দিয়েছেন তিনি। তিনি জানান, ব্যাটিং ও বোলিং দুটো একসঙ্গে ভালো করতে হলে অনেক পরিশ্রম করা লাগে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে পান্ডিয়া বলেন, ‘একই সঙ্গে আমাকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আমি চেষ্টার কমতি রাখি না। এটা খুব স্বাভাবিক যে, আপনি ব্যাটিংয়ে ভালো করলে বোলিংয়ে কিছুটা কমতি থাকবে। আবার বোলিং চমৎকার করলে ব্যাটিং সেদিন ঠিকঠাক হবে না। মাঝে এক বছর আমি বোলিং করিনি (চোটের কারণে), সেটিও মানুষের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।’