সেমি থেকে কত দূরে বাংলাদেশ?
টানা দুই হারে বিদায় প্রায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। সুপার এইটে লাল সবুজের প্রতিনিধিরা যখন ঘরে ফেরার ক্ষণ গুণছিল, তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ-১ জমিয়ে তোলে আফগানিস্তান। বাংলাদেশের নিভু নিভু প্রদীপের সলতে আবার একটুখানি জ্বলে ওঠে।
বাংলাদেশের সামনে সমীকরণ আছে। আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সুপার এইটের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সবার চোখ আজকের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। যে ম্যাচে অস্ট্রেলিয়াকে অন্তত ৫৫ রানে হারতে হবে ভারতের কাছে। তাতেও অবশ্য বাংলাদেশ নিশ্চিত হবে না। আফগানদের হারাতে হবে ৩১ রানে।
ক্রিকেট চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম অম্ল-মধুর। গ্রুপপর্বে চমৎকার ক্রিকেট খেলা দলটি সুপার এইটের দুই ম্যাচেই হেরেছে। আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই। তার আগে যদিও ভারতের কাছে অসিদের হারতে হবে বড় ব্যবধানে।
যদি আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারত, তাহলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উঠবেb রোহিতরা। অন্যদিকে, আগামীকাল ভোরের ম্যাচে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ, তবে অন্য তিন দলের পয়েন্ট হবে সমান ২। তখন হিসেব করা হবে নেট রানরেটে কে এগিয়ে।
অস্ট্রেলিয়ার বর্তমান নেট রানরেট +০.২২৩। আফগানিস্তান যদি ১ রানে বাংলাদেশের কাছে হারে তবে, অস্ট্রেলিয়াকে বাদ পড়ার জন্য অন্তত ৩১ রানে হারতে হবে। আর বাংলাদেশ যদি অন্তত ৩১ রানে জিততে পারে, তবে ভারতের কাছে অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারতে হবে। এই সমীকরণটি আপাতদৃষ্টিতে বেশ কঠিন মনে হচ্ছে। তবে, নিরাশ হওয়ার কিছুই নেই। ক্রিকেটে যে সবই সম্ভব।