জটিল সমীকরণের ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখার শেষ পরীক্ষায় মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জটিল সমীকরণ মেলানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ শেখ মেহেদি হাসান ও জাকের আলি। তাদের জায়গায় দলে ফিরলেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
সেন্ট ভিনসেইন্টে ম্যাচটিতে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। অন্যদিকে আগে ব্যাটিং করাটাকে সেরা অপশন মনে করেছেন রশিদ খান।
পার এইটের জোড়া ম্যাচের একটিতেও নেই জয়। তবুও বাংলাদেশের আশার প্রদীপে নিভু নিভু করে জ্বলছে সেমিফাইনালের প্রত্যাশা। এই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিতে হলে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয়ের রূপকথা লিখতে হবে বাংলাদেশকে। এমন লক্ষ্য সামনে রেখে বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সেমিতে যেতে হলে যেভাবেই হোক আফগানিস্তানকে আজ হারাতেই হবে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।