ভালো খেলেও গোল ছাড়াই বিরতিতে ব্রাজিল
ম্যাচের ৩০ মিনিটে চমৎকার এক গোল পেয়েছিল ব্রাজিল। বাম প্রান্ত থেকে রাফিনহার ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন মার্কুইনহোস। উল্লাসে মাতে ব্রাজিল। পরক্ষণে থমথমে পরিবেশ। অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। এর আগে পরে আরও একাধিক সুযোগ পায় সেলেসাওরা। কিন্তু, কোস্টারিকার গোলমুখ ভাঙতে পারেনি।
কোপা আমেরিকায় ‘ডি’-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার (২৫ জুন) মাঠে নামে ব্রাজিল। প্রতিপক্ষ তুলনামূলক পিছিয়ে থাকা কোস্টারিকা। অথচ তাদের সঙ্গেই প্রথমার্ধে কোনো গোল করতে পারেননি ভিনিসিয়ুসরা। গোলশূন্য থেকেই তাই প্রথমার্ধ শেষে বিরতিতে যায় ব্রাজিল।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ব্রাজিল শুরু থেকেই ম্যাচের আধিপত্য ধরে রাখে। বল দখল থেকে শুরু করে মাঝমাঠ–সবটাই নিজেদের নিয়ন্ত্রলে নেয় দরিভালের শিষ্যরা। প্রথমার্ধে আটটি আক্রমণও সাজায় তারা। তবে, ফিনিশিংয়ের ভুলে গোলের দেখা পায়নি ব্রাজিল।
প্রথমার্ধে ব্রাজিলের আটটি শটের দুটি ছিল অন টার্গেট। অন্যদিকে, কোস্টারিকা কোনো আক্রমণই তৈরি করতে পারেনি। রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত ছিল পুরোটা সময়। বল পজিশনেও ব্যবধান ছিল ৭৬-২৪ শতাংশ।
ব্রাজিল নিজেদের আক্রমণ সাজায় ৪-২-৩-১ ফর্মেশনে। মাঝমাঠ থেকে আক্রমণের উৎস তৈরির কৌশল বেছে নেন দরিভাল। যেখানে ব্রাজিলকে থামাতে ৩-৪-১-২ পজিশন বেছে নেয় কোস্টারিকা। মূলত, ডিফেন্সিভ মিডের ওপর নির্ভর করে প্রতিপক্ষকে থামানোর ছক কষেছে তারা। প্রথমার্ধে তাদের সফল বলা চলে।