কেন সমীকরণ অনুযায়ী খেলেননি ব্যাটাররা, কারণ জানালেন শান্ত
রান তাড়ায় ১২.১ ওভারে জিতলে অভাবনীয়ভাবে সেমিফাইনালে উঠত বাংলাদেশ। এমন অবস্থায় লক্ষ্য তাড়ায় শুরু থেকে প্রয়োজন ছিল আগ্রাসী ব্যাটিং। কিন্তু, শান্ত-তামিমদের ব্যর্থতায় উড়ন্ত শুরু তো দূরে থাক, ম্যাচই বাঁচাতে পারল না বাংলাদেশ। সুযোগ থাকার পরও কেন সমীকরণ অনুযায়ী ব্যাটিং করেননি ব্যাটাররা, তা নিয়েও উঠছে প্রশ্ন। সেই উত্তর দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার (২৫ জুন) ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো বল করেছি। বোলিং ইউনিট হিসেবে আমাদের ইতিবাচক অনেক কিছু রয়েছে। তবে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা অনেক বাজে সিদ্ধান্ত নিয়েছি, বিশেষকরে মাঝের ওভারগুলোতে। প্রথমে আক্রমণাত্মক খেলার পরিকল্পনা ছিল। বিশেষ করে প্রথম ৬ ওভারে। যদি আমরা তাড়াতাড়ি উইকেট হারাই, তাহলে আমরা স্বাভাবিক ক্রিকেট খেলব। যদিও তা হয়নি, তাই আমরা আক্রমণাত্নক ক্রিকেট খেলিনি।’
শান্ত আরও যোগ করেন, ‘বোলারদের মধ্যে রিশাদ ভালো বোলিং করেছে। আমি তার জন্য খুশি। ফিল্ডিং ইউনিট হিসেবেও আমরা ভালো করেছি। দারুন কিছু ক্যাচ আমরা নিয়েছি। ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতির অনেক জায়গা আছে। আমি কোনো অযুহাত দিতে চাইনা। যেহেতু বল কিছুটা ভেজা ছিল, তা খুব ভালোভাবে ব্যাটে আসছিল।’
তিন ম্যাচের প্রতিটিতে জিতে আগেই এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে পাওয়া দ্বিতীয় জয়ে শেষ চারে তাদের সঙ্গী হয়ে ইতিহাস গড়ে আফগানিস্তান। অস্ট্রেলিয়া ২ ও বাংলাদেশ শূন্য পয়েন্ট নিয়ে ছিটকে গেছে আসর থেকে।