ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান, গড়ল লজ্জার রেকর্ড
জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। এমন সমীকরণ মাথায় নিয়েই খেলতে নেমেছিল আফগানিস্তান। তবে দক্ষিণ আফ্রিকার বিশ্বসেরা বোলিং আক্রমণের সামনে যেন দাঁড়াতেই পারছে না দলটির ব্যাটাররা। মাত্র ৫০ রানে ৮ উইকেট হারিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় আফগানরা। প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকাকে ব্রেক থ্রু এনে দেন মার্কো ইয়ানসেন। প্রথম ওভারের শেষ বলে তার করা ফুল লেংথ ডেলিভারিতে কভার ড্রাইভের চেষ্টা করেন রহমানউল্লাহ গুরবাজ। তবে, সফল হতে পারেননি। ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ধরা পড়েন তিনি। খুলতে পারেননি রানের খাতাই।
এরপর ক্রিজে এসেও থিতু হতে পারেননি আরেক ব্যাটার গুলবাদিন নাইব। তাকে ফিরিয়ে পরপর দুই ওভারে দুই উইকেট নেন ইয়ানসেন। বাঁহাতি পেসারের অফ স্টাম্প লাইনে পিচ করে হালকা ভেতরে ঢোকা ডেলিভারিতে পরাস্ত নাইব বোল্ড হয়ে ধরেন ড্রেসিং রুমের পথ। ৮ বল ৯ রান আসে তার ব্যাট থেকে।
এরপর চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই সাফল্য পান তারকা পেসার কাগিসো রাবাদা। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার ইব্রাহিম জাদরানকে। ৫ বলে ২ রান করেন তিনি। এরপর চাপ সামাল দেওয়ার দায়িত্বটা পরে মোহাম্মদ নবীর ওপর। তবে, তিনিও থিতু হতে পারেননি।
রাবাদার ভেতরে ঢোকা ডেলিভারির কোনো জবাবই দিতে পারলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান। স্টাম্প উড়িয়ে নিজের প্রথম ওভারে জোড়া সাফল্যের আনন্দে মাতলেন রাবাদা। সবমিলিয়ে মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। সেই চাপ আরও বাড়ে খারোতি ও ওমরযাইয়ের বিদায়ে। মাত্র ২৮ রানে ৬ উইকেট হারায় আফগানরা। এরপর রশিদ খান ও করিম জানাত মিলে দলকে সম্মানজনক পুঁজি এনে দেওয়ার দায়িত্ব নেন। বিশ্বকাপের সেমিফাইনাল ইতিহাসে পাওয়ার প্লেতে কোনে দল এত কম রানে এত উইকেট হারায়নি।