ভারত-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজছে শেষের বাঁশি। ২০ দলের লড়াই এসে ঠেকেছে স্রেফ দুই ম্যাচে। একটি দ্বিতীয় সেমিফাইনাল, অন্যটি ফাইনাল মহারণ। ফাইনাল মহারণের একটি দল নিশ্চিত হয়ে গেছে। আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
এবার আরেক ফাইনালিস্টের অপেক্ষা। সেটা কে হবে? ভারত নাকি ইংল্যান্ড? সেই উত্তরও মিলবে আজ। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে আজ বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানায় মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
তবে, ভক্তদের জন্য দুঃসংবাদ হলো ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ম্যাচ। আকুওয়েদার বলছে, খেলার সময় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ, বিবিসি ওয়েদার বলছে দুপুরের দিকে ‘ঝোড়ো বৃষ্টি ও বজ্র হাওয়া’ বয়ে যেতে পারে।
এ ছাড়া দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। ফলে আজকেই ফল বের করতে হবে। সেক্ষেত্রে ম্যাচটিতে বৃষ্টি হলে ফাইনালে যাবে কে?
রিজার্ভ ডে না থাকলেও এই ম্যাচে নির্ধারিত সময়ের বাইরে মোট ২৫০ মিনিট বাড়তি সময় রাখা হয়েছে। বাড়তি সময়েও ম্যাচ শেষ না করা গেলে সুপার এইট পর্বে পয়েন্ট টেবিলে যারা এগিয়ে ছিল তারাই যাবে ফাইনালে। যেহেতু টেবিলের পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে আছে ভারত। তাই ভারতই যাবে ফাইনালে।