ক্যারিয়ারে কখনও এত বাজে ব্যাটিং দেখেননি তাসকিন
দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। জায়গা করে নিয়েছে সুপার এইটেও। তবুও, সমালোচনার পাল্লা ভারী। বোলাররা ধারাবাহিকভাবে যতটা দারুণ ছিলেন, ব্যাটাররা ততটাই ব্যর্থ। সর্বশেষ, সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রতিফলিত হয়েছে চূড়ান্ত ব্যর্থতা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখে দল। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন পেসার তাসকিন আহমেদ। সেখানে তিনি ব্যাটিং নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। তিনি জানান, তার ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের এত বাজে ব্যাটিং কখনোই দেখেননি।
তাসকিন বলেন, ‘ব্যাটিং বিপর্যয়ের কথা বলতে গেলে, যুক্তরাষ্ট্রে সবাই স্ট্রাগল করেছে। বড় বড় ব্যাটাররাও সেখানে পারেনি। বোলারদের সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর তুলনামূলক ভালো উইকেটে খেলা হয়েছে। তাও আমরা আসলে পারিনি। আমি বাংলাদেশ ক্রিকেটে ১০ বছর ধরে আাছি। গত ১০ বছরে কখনোই ব্যাটিংয়ে এত বাজে অবস্থা দেখিনি। খুব খারাপ সময় যাচ্ছে। এটা কাটিয়ে উঠবে আশা করি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হয়েছে এবার। বাংলাদেশ মোট সাত ম্যাচ খেলে তিনটিতে জিতেছে। প্রতিটি জয়ই এসেছে গ্রুপপর্বে। এরপর ওঠে সুপার এইটে। সেখানে ঘটে ভরাডুবি। তিন ম্যাচের প্রতিটিতে হারে। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে সেমি ফাইনালে যাওয়ার সুযোগ ছিল। অথচ, চেষ্টাই করেনি শান্তবাহিনী।