চ্যাম্পিয়ন ইতালির বিদায়ের রাতে জার্মানির জয়
ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। চলমান আসরে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি দলটি। কোনোমতে গ্রুপ পর্বের বাধা পার হলেও, হোঁচট খেয়েছে নকআউট পর্বে উঠেই। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি।
ইউরোর ‘রাউন্ড অব সিক্সটিন’ শুরু হয়েছে শনিবার (২৯ জুন) থেকে। প্রথম ম্যাচে বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় সুইজারল্যান্ড ও ইতালি। এদিন শুরু থেকেই ইতালির বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে সুইসরা। তাদের আক্রমণগুলো নিজেদের স্বভাবজাত দক্ষতায় রুখে দিচ্ছিল ইতালি। তবে, ম্যাচের ৩৭ মিনিটে রক্ষা হয়নি।
৩৭ মিনিটে রেমো ফ্রুলারের গোলে লিড নেয় সুইজারল্যান্ড। প্রথমার্ধে একটি গোলই হয়। বিরতি থেকে ফিরে ইতালি নিজেদের গুছিয়ে তোলার আগেই গোল করে বসে সুইসরা। ৪৬ মিনিটে রুবেন ভার্গাসের গোলে ২-০ গোলের লিড নেয় সুইজারল্যান্ড। বাকি সময় আর গোল না হলে এই ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইসরা।
অপর ম্যাচে রোববার (৩০ জুন) মাঠে নামে স্বাগতিক জার্মানি ও ডেনমার্ক। সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জার্মানরা। তবে, দ্বিতীয়ার্ধে নিজেদের চিরচেনা গতি আর আক্রমণে ছিটকে ফেলে প্রতিপক্ষকে। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কাই হাভার্টজ। এগিয়ে যাওয়ার পর আরও আগ্রাসী হয় জার্মানরা।
ম্যাচের ৬৮ মিনিটে জামাল মুসিয়ালা দ্বিতীয় গোল এনে দেন দলকে। যাতে আরও পিছিয়ে যায় ডেনমার্ক। যেখান থেকে ম্যাচে ফিরতে পারেনি তারা। উল্টোদিকে, ২-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে জার্মানি।