‘শান্ত পারফর্ম করে অধিনায়ক হয়েছে, আকাশ থেকে উড়ে আসেনি’
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ আরও আগেই। তবে, পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া এখনও চলছে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের হতাশাজনক পারফর্ম নিয়ে আলোচনা তুঙ্গে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও সমালোচনা করছেন ভক্তরা।
অবশ্য সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। বিশ্বকাপে চুড়ান্ত ব্যর্থ ছিলেন শান্ত। ৮ ম্যাচে রান করেছেন মাত্র ১১২। যেখানে অধিনায়ক হিসেবে তার বাড়তি দায়িত্ব নেওয়ার কথা সেখানে তিনিই বারবার ডুবিয়েছেন বাংলাদেশকে। ওয়ানডাউন কিংবা ওপেনিং দুই পজিশনেই শান্ত ছিলেন ব্যর্থ।
এমন হতাশাজনক পারফর্মের পর শান্তকে নিয়ে জানতে চাওয়া হয় বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের কাছে। বোর্ডপ্রধান নিজেও হতাশ তাদের পারফর্ম নিয়ে। তবে, সেই সঙ্গে ক্রিকেটারদের আগলে রাখলেন তিনি।
আজ মঙ্গলবার (২ জুন) সাংবাদিকদের নাজমুল হাসান বলেন– ‘যে যা কথাই বলুক, শান্ত তার পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে। সে আকাশ থেকে উড়ে আসেনি। পারফর্ম করেই এসেছে। এসে এখন পারছে না, সেটা আলাদা ইস্যু।’
এরপর বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম রাউন্ডের খেলা দেখে আমরা খুশি হয়েছি। যেখানে খেলা হয়েছে, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারতো। এদিক দিয়ে আমি বলব আমি খুশি। আবার আরেকটা জিনিস উল্টো হয়ে গেছে, এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসলো না।’
সিনিয়ররা হতাশ করলেও তরুণদের পারফরম্যান্সে খুশি নাজমুল হাসান বলেন, ‘আমি ভাবছিলাম নতুন ছেলেদের নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরা কিছু করতে পারবে না। আমাদের সিনিয়ররা ভালো করবে। কিন্তু, এটা হয়ে গেছে উল্টো। সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং, নতুন ছেলেরা ভালো করেছে। সেদিক দিয়ে বলতে গেলে সেই প্রত্যাশা আমি করিনি, এজন্য ভালো লেগেছে।’