যেখানে পান্ডিয়ার আগে যেতে পারেননি কোনো ভারতীয়
আইপিএলে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পাশাপাশি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ মিলিয়ে মাঠ ও মাঠের বাইরে সময়টা খারাপ কাটছিল পান্ডিয়ার। এমনকি ভারতীয় এই অলরাউন্ডারকে বিশ্বকাপ দলে না রাখার জোর গুঞ্জন উঠেছিল। সমালোচনা ও গুঞ্জনকে পাশ কাটিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন তিনি।
তার ওপর ভরসা রাখার প্রতিদান দিয়েছেন পান্ডিয়া। ১৭ বছর পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ পুনরুদ্ধারে রেখেছেন অগ্রণী ভূমিকা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারানো ম্যাচে ২০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। রুদ্ধশ্বাস শেষ ওভারটি তারই করা।
সবকিছুর প্রতিদান পেয়েছেন আজ বুধবার (৩ জুলাই) প্রকাশিত আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পান্ডিয়া। দুই ধাপ এগিয়ে তালিকায় সবার ওপরে তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ২২২।
এতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন পান্ডিয়া। এর আগে টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠতে পারেননি কোনো ভারতীয়। প্রথম ব্লু আর্মি ক্রিকেটার হিসেবে এমন অর্জন করেছেন তিনি। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপের এবারের আসরে পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ১৪৪ রান। উইকেট নিয়েছেন ১১টি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ২৭ বলে অপরাজিত ৫০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন এই তারকা।