ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে, ভুল স্বীকার করে যা বলল কনমেবল
কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যা কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের সামনে ফেলেছে। অথচ রেফারির ভুলে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে। ভুল স্বীকার করে এমনটাই জানিয়েছে কনমেবল।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৪২ মিনিট চলছিল। বল নিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তাকে ফাউল করে ফেলে দেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। সেই ফাউলটি পেনাল্টি হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য দুই মিনিট সময় নিয়ে দেখেন রেফারি। পরবর্তীতে পেনাল্টির আবেদন নাকচ করে দেন তিনি।
অবাক করার মতো বিষয় হলো তখনও ব্রাজিল ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। এই সুযোগটি যদি পেত সেলেসাওরা, তবে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে, রেফারির ভুলে সেটির আর সম্ভব হয়নি। পরবর্তীতে প্রথমার্ধের যোগ করা সময়ে সেই মুনোজই গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, পরবর্তীতে এক ভিডিও বার্তায় কনমেবল জানিয়েছে, ‘ভিনিকে ফেলে দেয়ার আগে মুনোজ বল স্পর্শ করেনি। রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি। যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন। একটা ভুল হয়ে গেল।’
এদিকে, পেনাল্টির সুযোগ হাতছাড়ার পাশপাশি আরও বড় দুঃসংবাদ পেল ভিনিসিয়াস। কলম্বিয়া ম্যাচের শুরুতে রদ্রিগেজকে ফাউল করার শাস্তি হিসেবে হলুদ কার্ড পান তিনি। টানা দুই ম্যাচে কার্ড পাওয়াতে তার কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে।