অবশেষে দেশে ফিরলেন কোহলিরা, থাকছে যত আয়োজন
শিরোপা জয়ের প্রায় ৪ দিন পর দেশে ফিরলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটাররা। হারিকেন বেরিলের কারণে গত রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলি বন্ধ। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেননি কোহলিরা। শেষমেশ বিশেষ বিমানের ব্যবস্থা করে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনে বিসিসিআই।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে দেশের মাটিতে নামে ভারতীয় দল। বিমানবন্দর থেকে একদফা সংবর্ধনা শেষে রোহিতদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে।
ওই অনুষ্ঠান শেষে তারা যাবেন মুম্বাইয়ে। যেখানে হবে মূল উৎসব। জানা গেছে, রোহিতদের জন্য ছাদ খোলা বাস প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বকাপ শিরোপা নিয়ে তারা সেই বাসে শহর প্রদক্ষিণ করবেন। মুম্বাই মেরিন ড্রাইভ ধরে চলবে শোভাযাত্রা। এরপর বিজয়ী দল পৌঁছাবে বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানেই হবে মূল অনুষ্ঠান। এরপর রোহিতদের হাতে বোনাস হিসেবে ১২৫ কোটি ভারতীয় রুপি তুলে দেবে বিসিসিআই।
এর আগে শনিবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা। সেবারও ট্রফি নিয়ে প্যারেড করেছিল দলটি।