বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে রিশাদ
দুর্দান্ত সময় কাটাচ্ছেন রিশাদ হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন এই লেগ স্পিনার। সেরা পাঁচে থাকা রশিদ খানের সমান ১৪ উইকেট নিয়েছিলেন। রানরেটে পিছিয়ে থাকায় জায়গা হয় ছয়ে।
বাংলাদেশে লেগ স্পিনারের অভাব তিনি মিটিয়ে যাচ্ছেন ভালোমতো। বিশ্ব আসরেই সাত ম্যাচে ১৪ উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজেকে। ভবিষ্যতে কতটা কী করতে পারবেন, তা বলবে সময়। কিন্তু, অভিষেকের পর অল্প সময়েই নিজেকে দলের অপরিহার্য করেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার।
১৮ ম্যাচ খেলে নিয়েছেন ২৬ উইকেট। এমনকি বিশ্বব্যাপী তার ওপরে আছেন কেবল একজন, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। সমান ১৮ ম্যাচে আফ্রিদির উইকেট ৩২টি। তালিকার সেরা পাঁচে থাকা পরের দুই বোলার আফগানিস্তানের। ফজলহক ফারুকী ও নাভিন উল হক দুজনই ১৬ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। পঞ্চম স্থানে আছেন হংকংয়ের এহসান খান। ১৬ ম্যাচে ২৩ উইকেট এহসানের।
রিশাদের ইকোনমি আফ্রিদির চেয়ে ভালো। ওভারপ্রতি আফ্রিদি রান দিয়েছেন ৭.৭১, রিশাদ ৭.৫০। প্রতি ১৮.১৯ রানের বিনিময়ে নিয়েছেন একটি করে উইকেট। বিশ্বকাপে রিশাদের ইকোনমি ছিল ৭.৭৬। ধুন্ধুমার ব্যাটিংয়ের জমানায় যা যথেষ্ট ভালো। ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী রিশাদ। প্রয়োজনের সময় বড় শট খেলতে পারা এই তরুণ লোয়ার মিডল অর্ডারের দলের জন্য হতে পারেন তুরুপের তাস।