মেসির পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ
কদিন আগে ইউরোতে পেনাল্টি মিস করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার পর এবার পেনাল্টিতে ব্যর্থ লিওনেল মেসি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ শুক্রবার (৫ জুলাই) ইকুয়েডরের বিপক্ষে ‘পানেনকা শট’ নিতে গিয়ে ব্যর্থ হন মেসি। এই মহাতারকা মিস করলেও সেমি ফাইনালে ওঠা মিস হয়নি আর্জেন্টিনার।
টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে সেমির পথ সুগম হয় কোপার বর্তমান চ্যাম্পিয়নদের। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে করা মেসির পেনাল্টি মিস হতাশ করেছে ভক্তদের। এমনকি পুরো ম্যাচে বলতে গেলে নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। তবে, মেসির এমন ব্যর্থতায় হতাশ নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা একটা দল। দল ভালো খেললে সবার জন্য ভালো। খারাপ খেললেও দায় সবার ওপর। মেসি হয়তো মিস করেছে (পেনাল্টি), কিন্তু ম্যাচে সে একেবারেই খারাপ ছিল না। এমনটা হতেই পারে। এখানে দোষের কিছু নেই। আমরা জিততে পেরেছি শেষ পর্যন্ত, এটাই বড় কথা।’
চোট থেকে ফিরে মাঠে বেশ সতর্কই ছিলেন মেসি। পুরো ম্যাচে বলে স্পর্শ করেছেন ৩২ বার, যা সত্যিই মেসিসুলভ নয়। নির্ধারিত সময় শেষের কিছুটা আগে মেসিকে তুলে নিতে চেয়েছিলেন স্কালোনি। যদিও তিনি জানিয়েছিলেন, খেলতে পারবেন। শেষ পর্যন্ত শুরু থেকে মাঠে থাকা মেসি খেলেছেন পুরো ম্যাচই।