পানামাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে কলম্বিয়া
হামেস রদ্রিগেজের কলম্বিয়া যেন অপ্রতিরোধ্য। টানা ২৭ ম্যাচ ধরে অব্যাহত দলটির অপরাজেয় যাত্রা। গ্রুপপর্বে শক্তিশালী ব্রাজিলকে রুখে দেওয়ার পর এবার কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে কোপার সেমি নিশ্চিত করল দলটি। সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জয়ী দল।
আজ রোববার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের স্টেট ফার্ম স্টেডিয়ামে পানামাকে ৫-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিল কলম্বিয়া। দুটি অ্যাসিস্ট ও একটি গোল করেছেন হামেস রদ্রিগেজ। কোপা আমেরিকার ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে তিন গোলে অবদান রাখা প্রথম ফুটবলার হলেন তিনি।
প্রথমবার কোয়ার্টারে ওঠা পানামার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলেছে কলম্বিয়া। যার ফলে গোল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের অষ্টম মিনিটে হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করেন জন করডোভা। প্রথম গোলের পর দ্বিতীয় গোলের জন্য মাত্র সাত মিনিট অপেক্ষা করতে হয় দলটিকে।
ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি থেকে রদ্রিগেজ নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। জন আরিয়াসকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন পানামার ওরলান্ডো মসকুইরা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগেজ। ২-০ গোলে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করলেও সফল হতে পারেনি পানামা।
পরবর্তীতে প্রথমার্ধের শেষদিকে গোলের হ্যাটট্রিক পূরণ করে কলম্বিয়া। ম্যাচের ৪১তম মিনিটে সেট পিস থেকে বল বানিয়ে লুইস দিয়াজকে দেন রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ব্যবধান বাড়ান তিনি। যার ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।
এরপর দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে কলম্বিয়া। ম্যাচের ৭০তম মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করে ব্যবধান ৪-০ করেন রিচার্ড রিউস। আর শেষমেশ যোগ করা সময়ে আরও এক গোল হজম করে দলটি। পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েল বরইয়া। এক গোল ও দুই অ্যাসিস্টে ম্যাচসেরা হামেস রদ্রিগেজ। এই নিয়ে এবারের আসরে তার অ্যাসিস্ট মোট ৫টি। এবারের কোপার ৪ ম্যাচেই ম্যাচসেরা হয়েছে তিনি।