চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ
প্রায় আট বছর পর আবারও বসছে আরেকটি চ্যাম্পিয়নস ট্রফির আসর। সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল আইসিসির এই ইভেন্টটি। এবার আয়োজক হিসেবে দেখা যাবে পাকিস্তানকে। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে এবার জানা গেল সূচি।
আজ সোমবার (৮ জুলাই) জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের প্রস্তাবিত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে আইসিসি। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৫ ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। গ্রুপ 'এ' তে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশ। গ্রুপ 'বি' তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খসড়া সমসূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি হবে লাহোরে। আগামী ১ মার্চ।
টুর্নামেন্ট শুরুর পরইদিনই মাঠে নামবে বাংলাদেশ। শান্তদের প্রথম ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, প্রতিপক্ষ শক্তিশালী ভার। দ্বিতীয় ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি। আগামী ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যরা। আর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে শান্তরা। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।
তবে, পাকিস্তানে ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতে আবারও বিজেপি সরকার ক্ষমতায় আসায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের না পাঠানোর সম্ভাবনাই বেশি। যদিও পাকিস্তান খুব করে চাইছে পাকিস্তান ও ভারতের ক্রিকেটের অচলায়তন ভাঙুক। যদি না হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে ভারতের ম্যাচগুলো। যেমনটা হয়েছিল এশিয়া কাপে।