১২৫ কোটির বোনাস থেকে কত পাচ্ছেন রোহিত-কোহলিরা
এক যুগের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ভারত। রোহিত-কোহলিদের এমন অর্জনে বেশ খুশি বিসিসিআই। বিশ্বকাপ জয়ের পরই ঘোষণা করেছিল ১২৫ কোটি রুপি বোনাস। এবার জানা গেল সেই মোটা অঙ্কের বোনাস থেকে কোন ক্রিকেটার কত পাচ্ছেন।
আজ সোমবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে ভারতের বিশ্বকাপ দলের মোট সদস্যসংখা ছিল ৪২ জন। যাদের সবাই কম-বেশি বোনাস পাচ্ছে। স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারের প্রত্যেকে পাচ্ছেন ৫ কোটি রুপি করে। যেখানে আছে রোহিত, কোহলি, বুমরাহ, পান্ডিয়ার মতো তারকারা। অবশ্য ভারতের ১৫ সদস্যের দলে এমন তিনজন ক্রিকেটার আছেন যারা বিশ্বকাপে কোনো ম্যাচে খেলেননি। তারাও কি একই অর্থ পাবেন?
উত্তর ম্যাচ না খেললেও কোহলিদের সমান বোনাস পাবেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুযবেন্দ্র চাহাল। আর কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের সমান ৫ কোটি রুপি বোনাস হিসেবে পাবেন। রাহুলের মতো অর্থ কিন্তু কোচিং স্টাফের বাকি সদস্যরা পাচ্ছে না।
ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ পাচ্ছেন ২.৫ কোটি রুপি করে। বাকি স্টাফরা পাবেন মাথা পিছু ২ কোটি টাকা করে। এদের মধ্যে রয়েছেন ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রো ডাউন স্পেশালিস্ট, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাই।
অবশ্য মূল স্কোয়াডে না থাকলেও খালি হাতে ফিরতে হচ্ছে না স্ট্যান্ডবাই তালিকায় থাকা তিন ক্রিকেটার রিঙ্কু সিংহ, শুভমান গিল ও খলিল আহমেদ। তারা পাচ্ছেন ১ রুপি করে। পাশাপাশি অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রত্যেক সদস্য পাচ্ছে ১ কোটি রুপি করে। এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পুরস্কারের পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে। সবাইকে চালান জমা দিতে বলা হয়েছে।’