ওয়ানডে ও টেস্টে রোহিতই থাকছেন ভারতের অধিনায়ক
রোহিত শর্মা টি-টোয়েন্টি অবসর নিয়েছেন বিশ্বকাপ জিতে। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপ জয় করে বীরের মতো বিদায় বলেছেন এই সংস্করণকে। রোহিতের অবর্তমানে টি-টোয়েন্টিতে ভারতের প্রথম সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে। নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল।
রোহিতের বয়স ৩৭। বাকি ফরম্যাটে খেলা চালিয়ে গেলেও অধিনায়ক থাকবেন কি না সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা। দূর করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ। তিনি জানিয়েছেন, ওয়ানডে ও টেস্টে ব্লু আর্মিদের অধিনায়ক থাকছেন রোহিতই। জয় শাহর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
জয় শাহ একটি ভিডিওবার্তায় বলেন, ‘রোহিতের নেতৃত্বেই খেলবে ভারত। তার দুর্দান্ত নেতৃত্ব আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে। আশা করি, সামনের দুটি আইসিসি টুর্নামেন্টের শিরোপাও আমরা তার হাত ধরেই জিতব।’
গত এক বছরে আইসিসির তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাস্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও খেলে তারা। দুটিতেই হার মানলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত জয় তুলে নেয়।
সেই প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘আমরা পরাজয়ের বৃত্ত ভেঙেছি। সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। আমি বিশ্বাস করি, আমাদের দল সেখানেও সাফল্য পাবে।’
আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে জুনে।