কলম্বিয়া ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল উরুগুয়ে
এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন কোপা আমেরিকা। শক্তিশালী ব্রাজিলকে উড়িয়ে সেমি নিশ্চিত করেছে দলটি। এবার ফাইনালে ওঠার দৌড়ে দলটির সামনে কলম্বিয়া বাধা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ফেদে ভালবার্দের দল।
প্রতিপক্ষ কলম্বিয়া ও উরুগুয়ে হওয়াতে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে, এই ম্যাচে খেলা হচ্ছে না উরুগুয়ের তারকা ফুটবলার রোনাল্ড আরাউহোর। এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছেন, মূলত ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে চোট পেয়েছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। তাই কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলা হবে না তার। শুধু সেমি নয় দল যদি ফাইনালে ওঠে তখনও তাকে পাওয়া যাবে না।
চোট কাটিয়ে মাঠে ফিরতে এই তারকার কতদিন লাগবে, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি , অন্তত দুই মাসের জন্য ছিটকে গেছেন তিনি। যা তার দল বার্সেলোনার জন্য দুশ্চিন্তার। কারণ প্রাক-মৌসুমে প্রস্তুতিতে এই ফুটবলারের সার্ভিস পাবে না দলটি।
১৯৪৫ সাল থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ৪৫বার মুখোমুখি হয়েছে উরুগুয়ে-কলম্বিয়া। জয়ের হিসেবে এগিয়ে প্রতিযোগিতায় আর্জেন্টিনার সমান সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলম্বিয়ার ১৪ জয়ের বিপক্ষে উরুগুয়ের জয় ২০টিতে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র।