ইউরো
ফাইনালে ওঠার মিশনে মুখোমুখি ইংল্যান্ড-নেদারল্যান্ডস
গতিশীল ইউরোপিয়ান ফুটবলের মঞ্চায়ন ঘটেছে স্পেন-ফ্রান্সের ম্যাচে। ইউরোর প্রথম সেমি ফাইনালে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। নিশ্চিত করে চলমান আসরের ফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে এখনও ঠিক হয়নি স্পেনের প্রতিপক্ষ। সেটি নিশ্চিত করতে মাঠে নামছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় আজ বুধবার (১০ জুলাই) দিনগত রাত ১টায় সিগনাল ইদুনা পার্কে মুখোমুখি হবে দল দুটি।
এর আগে ২০১৯ সালে উয়েফা ন্যাশনস লিগের সেমি ফাইনালে নেদারল্যান্ডস হারিয়েছিল ইংল্যান্ডকে। পাঁচ বছর আগের সেই সেমিতে ডাচরা ৩-১ গোলে হারায় ইংলিশদের। জুড বেলিংহাম-হ্যারি কেইনদের সামনে প্রতিশোধের সুযোগ।
দীর্ঘ বিরতির পর ইউরোর সেমিতে উঠেছে নেদারল্যান্ডস। ২০০৪ এর পর ২০ বছরের অপেক্ষা ঘুচিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ইংলিশরা অবশ্য গত আসরেও পেয়েছিল সেমিতে খেলার স্বাদ। পেনাল্টি শ্যুটআউটে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে পা রাখে ইংল্যান্ড। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। যেখানে ডাচরা কাউন্টার অ্যাটাকে সম্প্রতি বেশ ভয়ানক।
ম্যাচের আগে ডাচ কোচ কোম্যাল বলেন, ‘এটি একটি ঐতিহাসিক রাত। দীর্ঘ অপেক্ষার পর আমরা আবারও ইউরোর সেমিতে। এখান পর্যন্ত আসাটা সহজ ছিল। এই ম্যাচে আামদের প্রতিপক্ষ ইংল্যান্ডও খুব শক্তিশালী। ভীষণ কঠিন এক ম্যাচ অপেক্ষা করছে দুদলের জন্য।’
ইংলিশ ডিফেন্ডার এজরি কনসা বলেন, ‘আমরা শিরোপা জয়ের খুব কাছাকাছি আছি। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা এটি জিততে মুখিয়ে আছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব।’