নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন রবীন্দ্র
ঘোষিত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি। প্রথমবার ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন রাচিন রবীন্দ্র। গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলা রবীন্দ্র অভিষেকের পর থেকেই দারুণ খেলে চলেছেন। যার স্বীকৃতি পেয়েছেন এই তারকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২০ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তার মধ্যে আছেন রবীন্দ্র। পুরোনোদের মধ্যে টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনাররা আছেন। এনজেডসির বরাতে ২০২৪-২৫ সালের ক্রিকেট চক্রে থাকাদের পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে আইসিসিও।
প্রথমবারের মতো সুযোগ পাওয়া প্রসঙ্গে রবীন্দ্র বলেন, ‘এই চুক্তির তালিকা দেখে দেখে বড় হয়েছি। স্বপ্ন দেখতাম, এখানে একদিন আমারও নাম থাকবে। সেটি সত্যি হলো। প্রায় একবছর ধরে টানা ক্রিকেট খেলে চলেছি। দেশের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টাই করছি সবসময়। এখন চুক্তিতে এসে নিজের কাছে মনে হচ্ছে দায়িত্ব আরও বেড়ে গেল।’
কিউইদের কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পাওয়া সবাইকে শুভকামনা জানান নির্বাচক স্যাম ওয়েলস। স্যাম বলেন, ‘আগামী মৌসুমের জন্য চুক্তিতে ২০ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। তরুণ অনেক ক্রিকেটার প্রথমবারের মতো স্থান পেয়েছে। তাদের হাতেই নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ। ওদের হাত ধরে আমাদের ক্রিকেট এগিয়ে যাবে, এমনটিই প্রত্যাশা।’