প্রাচীর সঙ্গে পান্ডিয়া, যে বার্তা দিলেন স্ত্রী নাতাশা
হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচকে সম্পর্কের টানাপোড়ন নিয়ে গত কয়েক মাসে নানা গুঞ্জন রটেছে। পান্ডিয়ার সঙ্গে লম্বা সময় ধরেই দেখা যাচ্ছে না নাতাশাকে। এমনকি আইপিএল থেকে বিশ্বকাপ—কোথাও দেখা যায়নি হার্দিক পান্ডিয়ার স্ত্রীকে। ফলে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।
এমনকি ভারতের বিশ্বকাপ জয়ের দিনও গ্যালারিতে ছিলেন না নাতাশা। ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পান্ডিয়াকে নিয়েও দেননি কোনো পোস্ট। এতে করে দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠা অস্বাভাবিক কিছু নয়। এমন পরিস্থিতিতে নতুন এক নারীর সঙ্গে ছবি তুলে খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় তারকা।
সম্প্রতি পান্ডিয়াকে দেখা গেল এক মহিলার সঙ্গে। যার নাম প্রাচী সোলাঙ্কি। পাপারাৎজ়িদের তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, পান্ডিয়ার পাশে সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছেন প্রাচী। পান্ডিয়ার গায়েও সাদা পাঞ্জাবী। শুধু পান্ডিয়া নন তার পরিবার ও বড় ভাই ক্রুনাল পান্ডিয়ার সাথেও ছবি তোলেন প্রাচী।
তবে প্রাচী ভারতীয় তারকার ভক্ত। প্রাচী নিজেও ওই ছবি সমাজমাধ্যমে দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমায় কেউ চিমটি কাটো। ধন্যবাদ হার্দিক।’
প্রাচী এক জন রূপটানশিল্পী। তিনি পান্ডিয়ার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখেন, ‘যখন বিশ্বকাপের নায়কের সঙ্গে দেখা হয়।’
এদিকে পান্ডিয়া এবং প্রাচীর ছবি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাতাশা ইনস্টাগ্রামে স্টোরি দেন। সেখানে তাঁকে আমেরিকার সঙ্গীতশিল্পী অ্যান্ডি গ্রামারের ‘ডোন্ট গিভ আপ অন মি’ গাইতে শোনা যায়। সেই সাথে তার স্টোরিতে লেখা ছিল, ‘সব হারালেও ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলো না।’