এমবাপ্পেকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ
কত অপেক্ষা, রোমান্সের শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কিলিয়ান এমবাপ্পে। গত কয়েক বছরে স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে আরাধ্য সাইনিং ফরাসি এই তারকা। এমবাপ্পের সঙ্গে আগেই চুক্তি সই হলেও মাদ্রিদের খেলোয়াড় হিসেবে তাকে আজ মঙ্গলবার (১৬ জুলাই) পরিচয় করিয়ে দেওয়া হয়েছে দর্শকের সামনে।
মাঠে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে রিয়াল মাদ্রিদের রীতি অনুযায়ী ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখান। বার্নাব্যুতে মাদ্রিদের ট্রফি কেবিনেটের সামনে এমবাপ্পের হাতে তার জার্সি তুলে দেন পেরেজ। লস ব্লাংকোদের হয়ে ৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন এমবাপ্পে।
ক্রিস্টিয়ানো রোনালদো তার আদর্শ হলেও মাদ্রিদে এই মুহূর্তে সাত নম্বর জার্সি পাচ্ছেন না এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে আছে বিখ্যাত সাত নম্বর। ভিনিও আছেন দুর্দান্ত ছন্দে। তাই, মাদ্রিদে আপাতত ৯ নম্বর জার্সিতে দেখা যাবে এমবাপ্পেকে। এরই মধ্যে রিয়ালের অফিশিয়াল স্টোরগুলোতে তার জার্সি কেনার ধুম লেগেছে। এমবাপ্পের পরিচয় অনুষ্ঠানে প্রায় ৮৫ হাজার দর্শক উপস্থিতির আশা মাদ্রিদ কর্তৃপক্ষের।
মাদ্রিদের জার্সিতে তাকে দেখতে ভক্তদের অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী এই তারকা।