স্বর্ণজয়ী শুটার আতিকুরের প্রয়াণে ক্রীড়ামন্ত্রীর শোক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আজ বুধবার (১৭ জুলাই) সকালে মারা যান কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি শুটার আতিকুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘ দিন ধরে কণ্ঠনালীর ক্যানসারে ভুগছিলেন শুটিংয়ের এই তারকা।
আতিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং আতিকুরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নাজমুল হাসান।
শোকবার্তায় যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘কমনওয়েলথ গেমস শুটিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান। দেশের শুটিংয়ের উন্নয়নে তার অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
১৯৯০ সালে অনুষ্ঠিত কমলওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জেতেন আতিকুর। আন্তর্জাতিক অঙ্গনে সেটিই ছিল বাংলাদেশের প্রথম স্বর্ণ লাভ। পরে ১৯৯৩ ও ১৯৯৫ সালে অনুষ্ঠিত সাফ গেমসেও দেশকে স্বর্ণপদক এনে দেন তিনি।
অ্যাথলেটিকসের এই শুটিং ইভেন্টে বাংলাদেশ বেশ নাম করেছে দীর্ঘদিন ধরেই। বের হয়েছেন বেশ কয়েকজন ভালো মানের শুটার। যারা আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। তবে, এদেশের শুটিংয়ে আলোর দিশারী বলা যায় আতিকুর রহমানকে। যার সাফল্য পরবর্তীতে প্রজন্মকে এই খেলাটিকে আসতে অনুপ্রাণিত করেছে।