ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুখবর পেলেন সাকিব
আপাতত নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সাকিব আল হাসান সময় কাটাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এরই মাঝে সুখবর পেলেন তিনি। আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই। সম্প্রতি ওঠানামার মধ্যে থাকা সাকিবের র্যাঙ্কিং এবার তুলনামূলক ভালোর দিকে।
প্রকাশিত র্যাঙ্কিংয়ে আজ বুধবার (১৭ জুলাই) দেখা যায়, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অলরাউন্ডারের তালিকায় এক ধাপ করে এগিয়েছেন সাকিব। ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে এখন তার অবস্থান চতুর্থ। তার ওপরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হার্দিক পান্ডিয়ার কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন লঙ্কান দলপতি হাসারাঙা। তবে, বিশ্বকাপের পর ভারতের জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন না পান্ডিয়া। ফলে, চার ধাপ পিছিয়েছেন তিনি। আর শীর্ষস্থান ফিরে পেয়েছেন হাসারাঙা। তার পয়েন্ট অবশ্য ২২২-ই রয়েছে।
এদিকে, ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় এক ধাপ এগোনো সাকিব এখন আছেন দুইয়ে। তার রেটিং পয়েন্ট ২৯২। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় সবার প্রথম নামটি আফগানিস্তান তারকা মোহাম্মদ নবীর। সাকিবের পর তিনে আছেন সিকান্দার রাজা। রঙিন পোশাকে উন্নতি হলেও সাদা পোশাকে সাকিব আছেন আগের অবস্থানে। তালিকায় তিনি আছেন তিনে। নড়চড় হয়নি সেরা পাঁচেও। সাকিবের ওপর আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে রবীন্দ্র জাদেজা।