আর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার
কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ১৬তম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। তবে, জিতেও খুব একটা স্বস্তিতে নেই আলবিসেলেস্তারা। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের বর্ণবাদী আচরণের ভিডিও প্রকাশের পর বেশ অস্বস্তিতে দেশটির ফুটবল ফেডারেশন। বিষয়টি নিয়ে এবার তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে ফিফা। আর অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ফার্নান্দেজকে।
এই বিষয়ে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে ভিডিও সম্পর্কে ফিফা অবগত এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খেলোয়াড়, ভক্ত কিংবা অফিশিয়াল দ্বারা যে কোনও ধরনের বৈষম্যে ফিফা তীব্র নিন্দা জানায়।’
মূলত, কোপার শিরোপা জয়ের পর টিম বাসে আর্জেন্টাইন খেলোয়াড়রা একটি গান গাইছিলেন। যা ছিল ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভুত খেলোয়াড়দের নিয়ে। আর সেই উদযাপনের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
সেই ভিডিও পরবর্তীতে ডিলিট করে ক্ষমা চাইলেও রেহাই পাননি ফার্নান্দেজ। ফ্রান্স ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায়। এরই ফলশ্রুতিতে তদন্তে নেমেছে ফিফা। একই ধরনের গান অবশ্য এবারই গাওয়া হয়নি। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এই ধরনের গান গেয়েছিলেন কিছু আর্জেন্টাইন দর্শক।