অস্থিরতার প্রভাব ক্রিকেটাঙ্গনে, প্রস্তুতি নিতে পারছেন না শান্তরা
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। কারফিউ বহাল থাকায় অনুশীলনের সুযোগ পাচ্ছেন না অনেকেই। বিশেষ করে, আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে সঠিক সময়ে শুরু করা যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প।
হাই পারফরম্যান্সের দলের একাংশ চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলছে। সেখানে আছেন টেস্ট দলের সদস্যরাও। তবে, তারাও ঠিকঠাক প্রস্তুতি নিতে পারছেন না। যা বেশ দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তবে, দ্রুতই এই স্থবিরতা কাটিয়ে মাঠে ফেরার প্রত্যাশা করছেন ক্রিকেটাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। আর করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। জাতীয় দলের সিরিজের আগে পাকিস্তান সফরে যাবে 'এ' দলও। সেখানে দুটি চারদিনের এবং ৩টি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। সেই সফরকে সামনে রেখে আগামী ৬ আগস্ট ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করবেন ক্রিকেটাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্র শেষে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে বাংলাদেশ। তাই এই সিরিজে ভালো করার বিকল্প নেই শান্তদের। তবে, পাকিস্তানের মাটিতে টেস্টে ভালো করাটা বেশ কঠিন। কারণ, ঘরের মাঠে বেশ শক্তিশালী বাবর-রিজওয়ানরা। তাই নিজেদের সেরাটা দিতে মরিয়া চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।