চমক রেখে ভারত সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের পাশাপাশি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলেও। অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাই চারিথ আসালাঙ্কাকে নতুন অধিনায়ক করে ঘরের মাঠে ভারত সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
অবশ্য অধিনায়কত্বের দায়িত্ব আসালাঙ্কার জন্য নতুন নয়। এর আগেও নানা সময়ে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন তিনি। মূলত এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে তার নেতৃত্বেই শিরোপা জিতেছে জাফনা কিংস। যা নজর কেড়েছে নির্বাচকদের। তাই নতুন কাউকে না দিয়েই তার ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
এই দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল। প্রায় দুই বছর পর দলে ফিরলেন তিনি। ২০২২ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। তার ফেরাটা সমর্থকদের জন্য বেশ স্বস্তির। তবে, এলপিএলে ভালো করলেও দলে সুযোগ মেলেনি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের।
ক্যান্ডির পাল্লেকেলেতে আগামী শনিবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরইমধ্যে শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় দল। অবশ্য শ্রীলঙ্কার মতো ভারতও নতুন অধিনায়ক নিয়ে খেলবে। সূর্যকুমার যাদবকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে সদ্য বিশ্বকাপ জেতা দলটি।
আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের পর ২ আগস্ট কলম্বোয় শুরু হবে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নিজেদের প্রমাণ করাই লঙ্কানদের জন্য বড় চ্যালেঞ্জ।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল :
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক),পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিষকা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকসানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।