নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন আইসিসি
কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে সংশয়। দেশজুড়ে এমন সহিংসতার মধ্যে টুর্নামেন্ট আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। বিষয়টি পর্যবেক্ষণ করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, পুরো পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইসিসি। পাশাপাশি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত আইসিসির বার্ষিক সভায় বিষয়টি নিয়ে কথা বলেন কর্তারা। বিষয়টি এরইমধ্যে বিসিবিকেও অবহিত করা হয়েছে।
আইসিসির এক কর্মকর্তা এই বিষয়ে ক্রিকবাজকে বলেন, ‘আমরা বাংলাদেশের পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদিও এখনও টুর্নামেন্ট শুরু হতে বেশ সময় বাকি আছে। সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে গত ২৪ ঘণ্টায়।’
আগামী ৩ অক্টোবর হতে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দশ দলের এই টুর্নামেন্টে মোট ১০ দল অংশ নেবে। এর মধ্যে যেখানে এ গ্রুর্পে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা শ্রীলঙ্কা। আর বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড। আসরের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশকিছু প্রাণহানির খবর পাওয়া গেছে।