নাটকীয় হার আর্জেন্টিনার, কেন দুই ঘণ্টা পর বাতিল হলো গোল?
প্যারিস অলিম্পিকের শুরুটা হলো বিতর্কিত। ফুটবলে আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে ২-২ সমতায় খেলা শেষের পথে থাকলেও দর্শকদের ঝামেলায় শেষ বাঁশি বাজাতে পারেননি রেফারি। পরবর্তীতে প্রায় দুই ঘণ্টা পর খেলা শুরু হলেও বাতিল করা হয় আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোল। যার ফলে নিশ্চিত ড্র করা ম্যাচে নাটকীয় হার দেখতে হয় আলবিসেলেস্তেদের।
ম্যাচের শেষ দিকে বিশৃঙ্খল ও উদ্বেগজনক পরিস্থিতির পর আর্জেন্টিনা ও মরক্কোর লড়াই শেষ হয় দর্শকশূন্য স্টেডিয়ামে। যেখানে গোল বাতিলের পর ২-১ গোলের বিতর্কিত জয় পায় মরক্কো। ফাঁকা স্টেডিয়ামে খেলা শুরু হতেই ভিএআর প্রযুক্তি ব্যবহার করে রেফারি গোল বাতিল করেন। তিনি জানান, গোল করার সময় অফসাইডে ছিলেন আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান মেদিনা।
এর আগে, যোগ করা সময়ে মেদিনা বল জালে পাঠানোর পরই আর্জেন্টিনা দলকে লক্ষ্য করে কাপ ও বোতল ছুড়ে মারেন দর্শকদের একটা অংশ। এমনকি মরক্কোর জার্সি পরা বেশ কিছু দর্শক ঢুকে পড়েন মাঠে। দ্রুতই তাদের সরিয়ে নেয় নিরাপত্তাকর্মীরা। এগিয়ে আসে পুলিশও। তাৎক্ষণিকভাবে খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেন রেফারি।
পরবর্তীতে দর্শকদের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়। তখন পর্যন্ত বোঝা যাচ্ছিল না, ম্যাচ শেষ কী না। এরপর পুরো স্টেডিয়াম খালি করে জানানো হয় খেলা হবে। মিনিট তিনেক খেলা হলেও আর সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা।