আর্জেন্টিনার বিতর্কিত হারে বিস্মিত মেসি
অলিম্পিক অভিযানের শুরুটা হলো বিতর্কিত এক হারে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য করে ছুঁড়ে মারা হয় পানির বোতল। মাঠেও ঢুকে পড়েন দর্শকদের একাংশ। দর্শকদের এমন বিশৃঙ্খলা ছাপিয়ে দুই ঘণ্টা পর খেলা শুরু হলেও গোল বাতিলে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। যা দেখে বিস্মিত দেশটির কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।
গতকাল বুধবার (২৪ জুলাই) সেঁত এতিয়েনে ম্যাচের নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। অনেকেই তখন আলবিসেলেস্তেদের হার দেখতে শুরু করেছিলেন। কিন্তু কেন জানত নাটকীয়তা তখনও বাকি। যোগ করা সময়ের ১৬তম মিনিটে এসে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস মেদিনা।
এরপরই দেখা মেলে দর্শকদের বিশৃঙ্খলা। যার ফলশ্রুতিতে ম্যাচ বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। পুরো স্টেডিয়াম খালি করে খেলা শুরু হলেও বাতিল করা হয় মেদিনার সেই গোল। রেফারির দাবি অফসাইডের কারণে সেটি গোল ছিল না। যার ফলে নিশ্চিত ড্র করা ম্যাচে ২–১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
আর দেশের এমন হারে বিস্মিত তারকা ফুটবলার লিওনেল মেসি। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘অবিশ্বাস্য’।
উল্লেখ্য, চোটে পড়ে কোপা আমেরিকা ফাইনালের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। কোপা জয়ের পর শিরোপা উদযাপনে দেশে যেতে পারেননি তিনি। পায়ের চিকিৎসার জন্য রয়ে যান যুক্তরাষ্ট্রে। আপাতত খেলা হচ্ছে না ইন্টার মায়ামির জার্সিতেও। এ সুযোগে পরিবারকে নিয়ে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।