প্যারিস অলিম্পিকে বাংলাদেশের লড়াই কবে কখন?
অপেক্ষার প্রহর শেষের দিকে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত অলিম্পিক গেমস। আসরের শুরুর আগের দিনই অভিযান শুরু করছে বাংলাদেশ। আর্চারি ইভেন্ট দিয়ে আজ বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক মিশন শুরু করছে বাংলাদেশ।
আর্চার মোহাম্মদ সাগর ইসলাম আজ প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে অনুষ্ঠিতব্য পুরুষ ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়াও শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস বিভাগেও আছে বাংলাদেশের প্রতিনিধি। এক নজরে দেখে নেই প্যারিস অলিম্পিকে বাংলাদেশের লড়াই কবে, কখন হবে (বাংলাদেশের সময় অনুসারে)—
আর্চারি
২৫ জুলাই : সাগর ইসলাম রিকার্ভ এককে র্যাঙ্কিং রাউন্ড দিয়ে শুরু করবেন।
সময় : দুপুর ১ টা ৩০ মিনিট-রাত ৮টা ৪৫ মিনিট।
ভেন্যু : ইনভেলিদেস
শুটিং
২৮ জুলাই : রবিউল ইসলাম ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন।
সময় : দুপুর ১টা ১৫ মিনিট-বিকেল ৪টা ৩০ মিনিট।
ভেন্যু : ছাতেইরক্স শুটিং সেন্টার।
সাঁতার
৩০ জুলাই : সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে অংশ নেবেন।
সময় : দুপুর ৩টা-বিকেল ৫টা।
ভেন্যু : প্যারিস লা ডিফেন্সে এরিনা।
৩ আগস্ট : সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে অংশ নেবেন।
সময় : দুপুর ৩টা-বিকেল ৫টা।
ভেন্যু : প্যারিস লা ডিফেন্সে এরিনা
অ্যাথলেটিকস
৪ আগস্ট : ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্ট বাছাইয়ে অংশ নেবেন।
সময় : রাত ১০টা ৩০ থেকে ২টা ৩০
ভেন্যু : এস্তাদো দ্য ফ্রান্স