প্রেমের নগরীতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব আর্জেন্টাইন অ্যাথলেটের
প্যারিস—নামটি সামনে এলে সবার আগে চোখে ভাসে ভালোবাসার কথা। প্যারিসকে বলা হয় প্রেমের নগরী। সেই প্রেমের নগরীতেই বসেছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ, অলিম্পিক গেমস। অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন বিশ্বের সব অ্যাথলেটই। স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্টিনার দুই অ্যাথলেট পাবলো সিমোনেট ও মারিয়া ক্যাম্পয়ের।
পূরণ হয়েছে আরও একটি স্বপ্ন। হয়ত সেটি মনের গহীনে লালন করে রেখেছিলেন দুজনই। সুযোগ পেয়ে হাতছাড়া করেননি। প্যারিসে মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পাবলো। সৌন্দর্যে মাখা প্রেমের এমন গল্প নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে খোদ অলিম্পিক কর্তৃপক্ষই।
আর্জেন্টিনা জাতীয় হ্যান্ডবল দলের সদস্য পাবলো। মারিয়া খেলছেন দেশটির নারী হকি দলে। একই ভুবনের দুটি আলাদা ইভেন্টের এই দুই তারকা ২০১৫ সাল থেকে সম্পর্কে আবদ্ধ আছেন। ৯ বছরের দীর্ঘ প্রেমকে এবার পরিণতি দিতে চান তারা। তার আগে প্রস্তাব তো রাখতে হবে একজনকে। সেই কাজটিই করলেন পাবলো।
প্রিয়তম-র কাছ থেকে এমন সময়ে এক এক শহরে পাওয়া প্রস্তাবনা ফেলার সাধ্য কই মারিয়ার! সাদরে তাই তিনিও গ্রহণ করেছেন পাবলোর প্রস্তাব। হাতে আংটি নিয়ে দুজন পোজ দিয়েছেন হাসিমুখে। ভালোবাসা সুন্দর, ভালোবাসার শহরে যা ফুল হয়ে ছড়িয়েছে সুবাস।