প্রথম বিশ্ব রেকর্ডের দেখা পেল প্যারিস অলিম্পিক
আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি প্যারিস অলিম্পিক ২০২৪ এর মূলপর্ব। এর আগেই অবশ্য শুরু হয়েছে বিভিন্ন ইভেন্টের প্রাথমিক লড়াই। আর্চারি এর মধ্যে একটি। অলিম্পিকের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ ইভেন্ট এটি। সেখানেই শুরুর দিনে নতুন বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সিহইয়েওন।
নারীদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারি র্যাঙ্কিং রাউন্ডে লিম আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) গড়েছেন বিশ্বরেকর্ড। সম্ভাব্য সর্বোচ্চ ৭২০ এর মধ্যে তার স্কোর ৬৯৪। ভেঙেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে করা ক্যাং চাইয়ংয়ের ৬৯২ স্কোরের রেকর্ড।
অলিম্পিকে এই ইভেন্টে আগের বিশ্বরেকর্ড ছিল গত আসরে। টোকিওতে দক্ষিণ কোরিয়ারই আর্চার আন সান গড়েছিলেন ৬৮০ স্কোর। তাকে টপকে এখন সবার ওপরে স্বদেশী লিম।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয়ভাবেও রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। দলীয় ক্যাটাগরিতে তাদের গড়া ২০৪৬ স্কোর এখন অলিম্পিকে সর্বোচ্চ।