হঠাৎ কেন থাইল্যান্ড গেলেন অধিনায়ক শান্ত?
থাইল্যান্ডে গিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চিকিৎসা করাতে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটিতে রওনা দেন শান্ত। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
শান্তর এই চোট অবশ্য খেলাধুলার কারণে হওয়া নয়। ব্যক্তিগত সমস্যায় থাইল্যান্ডে যান তিনি। এ ব্যাপারে এনটিভি অনলাইনকে দেবাশীষ বলেন, ‘শান্ত সেখানে (থাইল্যান্ড) গেছেন নিজস্ব সমস্যার চিকিৎসা করাতে। এটি খেলাজনিত কোনো চোট নয়। পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফিরতে পারেন তিনি। তবে, পুরোটাই তার ব্যক্তিগত বিষয়।’
মাঠে খেলা নেই। তবে, বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দল অনুশীলন করছে চট্টগ্রামে। দেশের চলমান পরিস্থিতিতে টানা ছয়দিন হোটেল বন্দি থাকার পর আজ সাগরিকায় অনুশীলন করেছে এইচপি দল। অনুশীলনে ছিলেন আফিফ হোসেন, শামীম হোসেনরা। সামনে তাদের অস্ট্রেলিয়া সফর।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী মিশন আগামী আগস্টে, পাকিস্তানের বিপক্ষে। দেশটির বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবেন শান্তরা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট চলবে আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। চারদিন বিরতি দিয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করাচিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।