প্যারিস অলিম্পিক : এবার ডাইভিংয়েও চীনের বাজিমাত
প্যারিস অলিম্পিকের শুরুর দিনটা নিজেদের করে নিয়েছে চীনের অ্যাথলেটরা। নিষ্পত্তি হওয়া প্রথম দুটি সোনার দুটিতেই বাজিমাত তাদের। প্রথমে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনার পদক জিতেছে চীন। এরপর মেয়েদের সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ডাইভিং ইভেন্টেও সোনা জিতে নিয়েছেন চীনের প্রতিযোগিরা।
আজ শনিবার শাতুহু শুটিং সেন্টার রেঞ্জে ১৬-১২ পয়েন্ট ব্যবধানে জিতে দক্ষিণ কোরিয়াকে হারায় চীনের জুটি লিহাও শেং-টিং উ হুয়াং জুটি। দক্ষিণ কোরিয়ার কিউম জিইউন-পার্ক হাইউন জুটিকে রুপার পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।
এরপর অন্য ইভেন্টে অ্যাকুয়াটিক সেন্টারে সিনক্রোনাইজড তিন মিটার স্প্রিংবোর্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৩৭.৬৮ স্কোর গড়ে সেরা হন চীনের ইয়ানি চ্যাং-ইওয়েন চেন জুটি।
৩১৪ দশমিক ৬৪ স্কোর করে যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও ক্যাসিডি কুক জুটি পেয়েছেন রুপা। ৩০২ দশমিক ২৮ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে ব্রিটেন।
চীন ও দক্ষিণ কোরিয়ার আগেই অবশ্য প্রথম পদক জয়ের তালিকায় নাম লেখায় কাজাখস্তান। সোনার পদক জয়ের আগে জার্মান ও কাজাখস্তানের মধ্যে হয়ে যায় ব্রোঞ্জের লড়াই। সেখানে ১৭-৫ ব্যবধানে সহজেই জার্মানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় কাজাখস্তান। যা এবারের আসরের প্রথম পদক জয়। তাছাড়া ১৯৯৬ সালের পর অলিম্পিকসে এই প্রথম শুটিং থেকে পদক পেল কাজাখস্তান।