লিগস কাপে দারুণ শুরু মেসিহীন মায়ামির
গত বছর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নেতৃত্বে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতেছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এরপর এক বছর কেটে গেলেও আর কোনো শিরোপার দেখা পায়নি দলটি। চোটের কারণে মেসি দলে না থাকলেও লিগস কাপের শুরুটা দারুণ এক জয়ে করেছে ফ্লোরিডার ক্লাবটি।
গতকাল শনিবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় পিউবলার বিপক্ষে ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে মায়ামি। দলটির হয়ে গোল করেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ। কোপা আমেরিকার ফাইনালে চোটের কারণে আপাতত বিশ্রামে আছেন মেসি। কবে তিনি মাঠে ফিরবেন সেটাও অনিশ্চিত। অবশ্য মাঠে না থাকলেও এদিন গ্যালারিতে বসেই সতীর্থদের খেলা উপভোগ করেছেন মেসি।
বলদখল, আক্রমণ সবদিক দিয়েই এগিয়ে ছিল মায়ামি। ম্যাচের শুরু থেকেই পিউবলাকে চেপে ধরে সুয়ারেজরা। যার ফলে গোল পেতেও সময় লাগেনি। ম্যাচের নবম মিনিটে রবার্ট টেলরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রোহা। ম্যাচের ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল মায়ামি। যদিও ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হাতছাড়া হয়।
বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও পিউবলাকে চাপে রাখে মায়ামি। একের পর এক আক্রমণে পিউবলার রক্ষণকে ব্যস্ত রাখলেও কিছুতেই ব্যবধান বাড়াতে পারছিল না মার্টিনো শিষ্যরা। ম্যাচের ৭২তম মিনিটে গিয়ে সেই আক্ষেপ শেষ হয় মায়ামির।
ব্যবধান ২-০ করেন তারকা ফুটবলার সুয়ারেজ। সাবেক বার্সা তারকা জর্দি আলবার বাড়ানো বলে আর ভুল করেননি সুয়ারেজ। গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকই নিশানা খুঁজে নেন এই উরুগুইয়ান তারকা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে সুয়ারেজরা।
লিগস কাপে মায়ামির পরের ম্যাচ আগামী ৪ আগস্ট, প্রতিপক্ষ টাইগ্রেস ইউএএনএল। মেক্সিকান ক্লাবটির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের খেলা শুরু ভোর ছয়টায়। শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার বিকল্প নেই মায়ামির কাছে।