শুটিংয়ে স্বর্ণ জিতলেন ১৬ বছরের স্কুলছাত্রী
প্যারিস অলিম্পিকে জমে উঠেছে পদকের লড়াই। প্রতি দিনই দেখা মিলছে নতুন সব রেকর্ডের। প্রথম দুইদিনে সোনা জিততে না পারলেও তৃতীয় দিনে এসে সেই আক্ষেপ মিটেছে দক্ষিণ কোরিয়ার। দেশটির হয়ে স্বর্ণ জিতেছেন ১৬ বছরের স্কুল পড়ুয়া ছাত্রী বান হিওইন।
আজ সোমবার (২৯ জুলাই) মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনার লড়াইয়ে বান হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। দুই কিশোরীর স্কোর ছিল সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়। ১৭ বছরের ইউতিং জেতেন রূপা। ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন চীনের শেং লিহাও। এই ইভেন্টে অলিম্পিকে রেকর্ড ২৫২.২ স্কোর গড়ে সোনা জিতলেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন অলিম্পিক অভিষেকে জিতেছেন রুপা। তার স্কোর ২৫১.৪। ক্রোয়েশিয়ার মিরান মারিচিচ ২৩০.০ স্কোর নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিকে এটা ক্রোয়েশিয়ার প্রথম পদক জয়।
এদিকে, সিন নদীর দূষণ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে ট্রায়াথলনের অনুশীলন বাতিল করেছে অলিম্পিক আয়োজকেরা। তাদের সঙ্গে এক যৌথ বার্তায় ওয়ার্ল্ড ট্রায়াথলন ফেডারেশন জানিয়েছে, বৃষ্টির পর সিন নদীর দূষণের কারণে পানিতে পর্যাপ্ত নিশ্চয়তা নেই বলে এমন সিদ্ধান্ত। অবশ্য আগামী ৩০-৩১ জুলাই মূল ইভেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।