প্যারিস অলিম্পিক
সতীর্থের কাছে রেকর্ড ও স্বর্ণ দুটিই হারালেন টিটমাস
মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে বতর্মান চ্যাম্পিয়ন আরিয়ার্না টিটমাসের দখলে ছিল অলিম্পিক রেকর্ড। তবে, কে ভেবেছিল একইদিন দুটো দুঃসংবাদ পাবেন এই অস্ট্রেলিয়ান তারকা। প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ে টিটমাসের সেই অলিম্পিক রেকর্ড ও স্বর্ণ নিজের করে নিলেন ক্যালাঘান।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) প্যারিস অলিম্পিকে সাঁতারের শেষ ইভেন্টে টিটমাসকে টপকে সোনা জিতেছেন ২০ বছর বয়সী ক্যালাঘান। শেষ ৫০ মিটারের দারুণ নৈপূণ্যে ২০০ মিটারের সাঁতার শেষ করেছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ডে। যেটি অলিম্পিকে নতুন রেকর্ড।
টোকিও অলিম্পিকে ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতা টিটমাস এবার ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। সেবার ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন টিটমাস। অলিম্পিক রেকর্ড হারালেও বিশ্ব রেকর্ডটি এখনও নিজের দখলে রেখেছেন টিটমাস।
এমন জয়ের পর ক্যালাঘন বলেন, ‘আমি ভাষায় অনুভূতি প্রকাশ করতে পারবো না। আমাকে শান্ত থাকতে হবে। কারণ, আজ ১০০ মিটার বাকি আছে। এই সপ্তহ জুড়েই আমাকে শান্ত থাকতে হবে। আমি দেশের জন্য সাঁতার কাটতে এসেছি। সপ্তাহ শেষে এসব নিয়ে ভাবা যাবে।’
সতীর্থ টিটমাস প্রসঙ্গে ক্যালাঘন যোগ করেন, ‘আমার সতীর্থের সঙ্গে রেস করতে পারা এবং তার সঙ্গে পডিয়ামে উঠতে পারাটা দারুণ।' ২০০ মিটারে না পারলেও ৪০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে মাত্র ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড নিয়ে সোনা জেতেন টিটমাস। এই ইভেন্টে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ম্যাকিন্টোশ।